কলকাতা, ৭ ডিসেম্বর: ঘূর্ণিঝড় জাওয়াদ বিদায়ে বৃষ্টিতে (West Bengal Weather Update) ভেসেছে দক্ষিণবঙ্গ। প্রায় এক দশক পরে টানা ২৪ ঘণ্টায় এত বৃষ্টি হল রাজ্যে। রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ৬৮ মিলিমিটার। ঘূর্ণিঝড় জাওয়াদ যতটা ভয় ধরিয়ে সমতলেরদিকে এগোচ্ছিল, ততটা ভয় হয়ে আর সমুদ্রের বাইরে তাকে বেরতে হয়নি। সমুদ্রেই শক্তি ক্ষয় করে নিম্নটাপ রূপে বাংলায় এল সে। ডিসেম্বরের দিনভর শীতের বদলে বৃষ্টিতে কাঁটা হয়ে তাকল বঙ্গবাসী। মঙ্গলবার রাজ্য ছাড়িয়ে বাংলাদেশের দিকে এগিয়ে গেছে জাওয়াদের অবশিষ্ট নিম্নচাপ। এদিকে টানা বর্ষণে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে গেছে। সবজি, ধানের ক্ষেত জলমগ্ন। এহেন পরিস্থিতিতে পারদ পতের খবর দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। আরও পড়ুন-TMC Leader Gun Controversy: পিস্তল হাতে নিজস্বী তুলছেন জেলাসভাপতি, তৃণমূলে শোরগোল
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বৃষ্টির পর এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। তবে এটি ছদ্মশীত। এবারের ২৫ ডিসেম্বর, বর্ষবরণ কী শীত ছাড়াই কাটবে? তাতো ঘটছে না। জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। শীত আসবে ধীরে ধীরে। নিয়ম মেনে পারদ পতনও হবে। আগামী শুক্রবার থেকে রাজ্যে পড়তে চলেছে শীত। অর্থাৎ মেঘের কথা ভুলে এবার উৎসবে মেতে ওঠার সময়। শীত আসছে রাজ্যজুড়ে। আর আজ সকাল থেকে বৃষ্টির দেখা নেই। বেলা বাড়লে আকাশ আরও পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গে এখন আর বৃষ্টি হবে না। মঙ্গলবার দিনভর আবহাওয়ার উন্নতি হবে ক্রমশ। আলিপুরের হাওয়া অফিসের এহেন পূর্বাভাসে স্বস্তির শ্বাস ফেলছে বঙ্গবাসী।