কলকাতা, ২০ মে: খরতাপের সঙ্গে তালমিলিয়ে আদ্রতা জনিত অস্বস্তি, সবমিলিয়ে মে মাসের গরমে (Weather Update) দিশেহারা বঙ্গবাসী৷ দিন দুই ধরে সন্ধ্যা নামলে কালবৈশাখীর আভাস পাওয়া গেলেও বৃষ্টির দেখা মেলেনি৷ বরং গরম আরও বেড়েছে৷ এমতাবস্থায় প্রায় চাতকের ন্যায় বৃষ্টির প্রতীক্ষায় প্রহর গুনছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বেলা গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে৷ আগামীকালও বৃষ্টিভেজা আবহাওয়া বজায় থাকবে৷ শুধু আগামী কাল নয়, ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টির দেখা মিলবে রাজ্যে৷ ২৫ তারিখ থেকে ফের মেঘমুক্ত আকাশে জ্যৈষ্ঠের কাঁঠাল পাকা গরমের দেখা মিলবে৷ আরও পড়ুন-BCCI Secretary Jay Shah: এই প্রথম গোলাপি বলের টেস্ট, অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল
সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। ২ মিলি মিটার বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়। যদিও বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৫ এবং ৬৭ শতাংশ৷
এদিকে বঙ্গোপসগরে ঘূর্ণিঝড়ের আভাস মিলেছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ ২৬ মে নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার আছড়ে পড়ার খবর জানিয়েছে দিল্লির মৌসম ভবন৷