কলকাতা, ১৪ জানুয়ারি: মেঘ বৃষ্টির পালা কাটিয়ে মাঘের শুরুতে ফের ফিরছে শীত। এমনই আশার আলো দেখাল আলিপুরের হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে কাটবে মেঘ। উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে রবিবার অর্থাৎ ১৬ তারিখ থেকে আবহাওয়ার বদল ঘটবে। রাতের দিকের তাপমাত্রা নামবে। মাঘেই পড়বে শীত এই ঘটনায় আশাবাদী বঙ্গবাসী। তবে দক্ষিণ বঙ্গে বৃষ্টি এখন কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি কমছে না এখন। আজও বৃষ্টি হবে সেখানে। কাল থেকে কমবে বৃষ্টি। দার্জিলিং কালিম্পং বাদে উত্তরের বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার রাত থেকে উত্তর বঙ্গের জেলাগুলিতে রাতের দিকের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে যাবে। তবে আগামী দু’দিন কুয়াশায় মুড়ে থাকবে উত্তর বঙ্গের আকাশ। সবমিলিয়ে দুই বঙ্গে শীত পড়তে পড়তে আগামী সপ্তাহ।