কলকাতা, ১৩ মার্চ: দোল আসতে এখনও বেশ কয়েকটি দিন বাকি, তার আগেই গরমে নাজেহাল রাজ্যবাসী। সকালে হালকা ঠান্ডার আবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তেতে উঠছে। চড়া রোদ্দুরে বাড়ির বাইরে বেরনোই মুশকিলের। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। আগামী সপ্তাহের শুরুতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩, ৩৪ ডিগ্রির আশপাশে ঘুরবে। তবে তারপর থেকেই বাড়বে গরম।
বসন্তকালীন আবেশ এখনও বাতাসে বিদ্যমান। তাই দিনে গরম থাকলেও রাতে তাপমাত্রা নামছে। জেলার দিকে এই শীত বেশি অনুভূত হচ্ছে। তবে কলকাতায় বসন্তের প্রভাব তেমন নেই। তবে আর মাত্র কয়েকটি দিন, তারপরেই গরমে নাভিশ্বাস ওঠার দিন চলে আসবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যের পার্বত্য এলাকায় তুষারপাত ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিও পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও।