Winter (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:  ফাল্গুন এসেছে, আর তার হাত ধরেই বসন্ত এসেছে রাজ্যে। বিদায় নিচ্ছে শীত (Winter) । আগামী ৪৮ ঘণ্টা পরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।শহর কলকাতায় ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে। এদিন শহরের  সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়ায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ।আজ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে তাপমাত্রা ঊর্দ্ধগতি হবে। জেলাগুলিতে সামান্য শীতের আমেজ থাকলেও কলকাতায় তার ছিটেফোটা সম্ভাবনা থাকছে না। আরও পড়ুন- Coronavirus Cases In India: ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, দেশে নিম্নমুখী করোনা

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, সামনের কয়েকটি দিন সকালে কুয়াশার দাপট থাকবে রাজ্যজুড়ে। ধীরে ধীরে তাও কমে আসবে। অন্যদিকে আগামী ১৬ ও ১৭ তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। চলতি মরশুমে বৃষ্টি একেবারে সঙ্গ ছাড়েনি। পৌষ , মাঘ দুই মাসেই বৃষ্টির প্রকোপ দেখেছে রাজ্য। তবে তার ফাঁকে ফাঁকেই মারকাটারি শীত উপভোগের সুযোগ মিলেছে বঙ্গবাসীর।