West Bengal Weather Update: খরতাপে দগ্ধ বাংলা, বৃষ্টির দেখা নেই
গরমে পুড়ছে দিল্লি। (Photo Credits: IANS)

কলকাতা, ২০ এপ্রিল: গরমে নাজেহাল রাজ্যবাসী। বিকেলের দিকে কালবৈশাখী তো দূরে থাক, বইছে না হাওয়াও। ভ্যাপসা গরম বাড়াচ্ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তারপর থেকেই ফের দাপট দেখাবে গরম। তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস (Weather Update), যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। আরও পড়ুন-ICSE Cancels Class 10 Board Examinations: করোনার কোপ, বাতিল আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা

তবে শহর কলকাতা না হলেও এদিন উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সপ্তাহ খানেকের বেশি সময় ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও তার ছিটেফোটা দেখা যায়নি। যদিও গতকাল থেকেই আকাশ মেঘলা। রোদ্দুরের তেজও তেমন নেই বললেই চলে। আদ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমেছে। আর শনিবার সকাল থেকে মৃদুমন্দ হাওয়া বইছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ। আজ প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে।