কলকাতা, ২১ এপ্রিল: তাপদগ্ধ (Summer) অবস্থা থেকে স্বস্তি দিতে দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে আসছে কালবৈশাখী। আজই সেই শুভ দিন। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না শহর কলকাতাও। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬-৮৮ শতাংশ।
তবে বৃষ্টি হলেও আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। সেই কবে থেকে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। উত্তরে মাঝেমধ্যেই প্রাণ জুড়িয়ে বৃষ্টি নামলেও কালবৈশাখীর দেখা মিলললেও দক্ষিণ এতদিন ব্রাত্যই ছিল। অবশেষে কপাল খুলতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।