West Bengal Weather Update: নববর্ষেই বৃষ্টির পূর্বাভাস, চলতি সপ্তাহে ভিজবে দক্ষিণবঙ্গ
Summer( Pixabay)

কলকাতা, ১৮ এপ্রিল: গরমে (Summer) নাজেহাল দক্ষিণবঙ্গ। চৈত্রমাস জুড়ে বৃষ্টির দেখা মেলেনি। এপ্রিলের শুরু থেকেছে বেড়েছে তাপমাত্রা। আর নববর্ষ পড়তে না পড়তেই আদ্রতাজনিত অস্বস্তি বঙ্গজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ঝাঁঝাল রোদ্দুরের সঙ্গে প্যাচপেচে ঘাম, একফোটা বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে মানুষ। এই সময়েই এল সুখবর। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২০ থেকে ২২ তারিখ শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ।

এই সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ছিটেফোটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বাসিন্দাদের স্বস্তি দেবে বৃষ্টি।  অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় শুরু হয়েছে তাপপ্রবাহ, আগামী কালও তা চলবে।