কলকাতা, ১৩ এপ্রিল: নববর্ষের আগেই কালবৈশাখীর (ThunderStorm) সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সুখ পেতে চলেছেন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা। আগামী কয়েকঘণ্টার মধ্যেই আসছে ঝেঁপে বৃষ্টি। সকাল সকাল আলিপুর হাওয়া অফিস উত্তরবঙ্গের জন্য এমন সুখবর জানালেও দক্ষিণবঙ্গে কিন্তু চৈত্রের এই দুদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে তরতরিয়ে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও আগামী কাল বৃহস্পতিবার শেষ চৈত্রে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতারণ পরিমাণ থাকবে ৮৪ শতাংশ। আগামী কালও এই আদ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে গোটা শহর। সঙ্গে শুষ্ক আবহাওয়া বহাল থাকবে। এদিকে বৃহস্পতিবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে রাজ্য়ের পশ্চিমের জেলাগুলিতে পারদ চড়বে। বছর শেষে বা বছর পয়লায় আসানসোলে অন্তত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।