
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কলকাতা এবং শহরতলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া থাকতে পারে সোমবার পর্যন্ত।তবে, ভ্যাপসা গরম এখনও রয়েছে কলকাতায়, একই রকম আবহাওয়া শহরতলিতেও। মাঝেমধ্যে দমকা হাওয়া খানিকটা স্বস্তি দিচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরঃ
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট । কোন কোন জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হইতে পারে দমকা হাওয়া। কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় এই কালবৈশাখী ঝড় প্রবল দাপট দেখাতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবরঃ
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়ার দাপট থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ চলতে পারে বলে জানা গিয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই পূর্বাভাস রয়েছে শনিবার এবং রবিবারের জন্যেও।