WB Weather 040825 (Photo Credit: X@airnews_kolkata)

হিমালয়ের পাদদেশ ঘেঁষে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আজ  উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

এদিকে, দক্ষিণ বিহার ও উত্তর ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা এবং মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ থেকেই উপকুলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় ভাবে বজ্র গর্ভ মেঘের কারণে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ মহা নির্দেশক সোমনাথ দত্ত জানিয়েছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজ থেকে শনিবার ১৬ তারিখ পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূল বরাবর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।