WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

অতি প্রবল ঘূর্ণিঝড় মনথা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের ওপর অবস্থান করছে। ওই এলাকাতেই ক্রমশ তা আরো দুর্বল হয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গতকাল রাতে মৌসম ভবন জানিয়েছিল উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড় এবং উত্তর-পূর্ব তেলেঙ্গানার থাকা অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘন্টায় এটি আরো দুর্বল হয়ে দক্ষিণ ছত্রিশগড়ের ওপর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, এর প্রভাবে গতকালই ছত্তিশগড়ের নারায়ণপুর, বস্তার, বিজাপুর, দন্তেওড়া এবং সুকমা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন ধরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।

প্রতিবেশী রাজ্যের আবহাওয়ার প্রভাবে আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি সহ  ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

আগামী কাল ৩১ শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।ইতিমধ্যেই আবহাওয়াবিদদের একাংশ পরামর্শ দিয়েছেন, যাতে মৎস্যজীবীরা এখন সমুদ্রে না যান। অন্তত ৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের।