Extreme Hot Weather (Photo Credit: File Photo)

সোমবার সকালেও দক্ষিণবঙ্গে জারি অস্বস্তিকর আবহাওয়া। বাতাসে পর্যাপ্ত জলীয়বাষ্প না থাকার কারণে আগামী বুধবার ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষার আগে প্রবেশ তো দূরস্থান, নির্ধারিত দিনে গাঙ্গেয় বঙ্গে বর্ষা প্রবেশ করছে না। এইমুহূর্তে একদিকে গরম হাওয়া, অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা দুর্বল মৌসুমি অক্ষরেখা। ফলে দক্ষিণবঙ্গে বর্ষার জন্য এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছুটা।   পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত সাংবাদিকদের জানান দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, তা ১২ তারিখ বৃহস্পতিবারের আগে জানানো সম্ভব নয়। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন । সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। সোমবার ও বুধবার এই বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যদিও, বর্ষা প্রবেশ করে গেলেও প্রবল বৃষ্টি নেই উত্তরে। যার জেরে কিছুটা হলেও দিনের বেলা তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী থাকতে পারে।

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৮ শতাংশ সর্বনিম্ন ৫৭  শতাংশ ৷