WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম এলাকায় সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে তেলেঙ্গানার দিকে স্থলভূমিতে প্রবেশ করেছে। যদিও এর প্রত্যক্ষ কোনো প্রভাব এ রাজ্যে পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাংলাদেশের উত্তর পূর্বে বাতাসের উচ্চস্তরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এ দুইয়ের কারনে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। তার ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে সর্বত্র ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন আগামী দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং এ কমলা সতর্কতা জানানো হয়েছে।অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতসহ থাকবে দমকা হাওয়া। এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ,নদিয়া ও পূর্ব বর্ধমানে আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।এছাড়া পুরুলিয়া,বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমের প্রায় সব জায়গাতেই আজ ও কাল  দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ সকাল থেকেই মুখ ভার আকাশের। সকাল থেকেই শুরু হয়েছে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রীর কাছাকাছি থাকবে।

গতকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইছে।পুজোর মুখে দুর্যোগের জেরে উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। রবিবার থেকে দফায় দফায় বৃষ্টিপাতের ফলে বন্ধ রাখতে হয়েছে প্যান্ডেল তৈরির কাজ।