Low Pressure over Bay of Bengal (Photo Credit: X)

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকুলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই সক্রিয় মৌসুমী বায়ু ও  বঙ্গোপসাগরের ওপর নতুন নিম্নচাপের গেরোয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে কমলা সর্তকতা । পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বেশিরভাগ স্থানে এবং মালদা ও দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়াবিদদের মতে, ১৭ জুলাইয়ের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা অতি সক্রিয় হয়ে উঠতে পারে। সেই সময় থেকে পরবর্তী ৪-৫ দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও উত্তর দিনাজপুরে বন্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী দুই থেকে তিন ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু স্থানে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। )*