পূর্বমধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপে আরোও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকালের মধ্যে সেটির পুরী ও কলিঙ্গ পত্তনমের মাঝামাঝি গোপালপুরের কাছ দিয়ে অতিক্রম করার কথা। এর ফলে আজ সন্ধ্যে পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। অন্যদিকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও আগামী ৩০ তারিখ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও তিনি জানান।
মৎস্যজীবীদের ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আলিপুরে ২০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।