কমবেশি বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হচ্ছে ঠিকই, আবার ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। সোমবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন। হালকা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে এখনই আবহাওয়া শুকনো হচ্ছে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে অর্থাৎ চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ক্রমে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। ফলে দুর্গাপুজোতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি বেশি হতে পারে পুজোর শেষ দিকে। নিম্নচাপের ভ্রুকুটিতে এখন দুশ্চিন্তা পুজো দিনগুলি নিয়ে।
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আগামী ২৪ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে আগামী ২৫ তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উপকুলের জেলা গুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।