বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এলাকাটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণওড়িশা - উত্তর অন্ধপ্রদেশ উপকূলের ওপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। যদিও এর কোন প্রত্যক্ষ প্রভাবকে রাজ্যের উপর পড়বে না তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত। আজ (১৫ অগস্ট, শুক্রবার) বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়াও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণে সাময়িক বৃষ্টি হলেও উত্তরে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না। শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবি ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। দিনকয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানা গেছে হাওয়া অফিস সূত্রে।