আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি। যা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের নদিয়া, ২৪ পরগনা আর বর্ধমান জেলায় ইতিমধ্যেই পা রেখেছে মৌসুমি বায়ু। উল্লেখ্য আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকে যাবে। তাই মঙ্গল থেকেই প্রাক বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখাও। যার ফলে সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও দুই পরগণাতে ভারী বৃষ্টি, কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ১৯ জুন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
আগামী কয়েক দিনে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের জন্য। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে।আগামী ১৭ জুন উত্তরবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুরে বেশি বৃষ্টি হবে।আগামী ১৮ ও ১৯ জুন উত্তরবঙ্গের দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৮ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।