বঙ্গোপসাগরের উপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। আর তারই জেরে একটানা ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। হালকা নয়, বরং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার এই রদবদলে প্রভাব পড়বে কলকাতা শহর থেকে শুরু করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং অন্যান্য জেলাতেও। শুধু তাই নয় নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকতে পারেও বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া, বীরভূম, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত । এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং দুই বর্ধমান জেলাতেও রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।
উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।জানানো হয়েছে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে, যার ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। এ ছাড়া, কালিম্পঙে বুধবার এবং কোচবিহারে সোমবার ও বুধবার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ ধরে ঝড়বৃষ্টি চলবে।
সম্প্রতি ওড়িশা উপকূলের একটি শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির কারণ হয়েছিল। তার জেরে ঘাটাল, হাওড়া, হুগলি-র একাধিক এলাকায় জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়। নতুন নিম্নচাপের কারণে ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে সেই সব অঞ্চলে যেগুলি এখনও পুরোপুরি জলমুক্ত নয়।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোর ৬.৩০মিনিট পর্যন্ত বৃষ্টি হয়েছে ০১২.৩ মিমি।
সর্বোচ্চ তাপমাত্রা= ৩০.৬° সেলসিয়াস (-২.৩)
সর্বনিম্ন তাপমাত্রা= ২৬.৪° সেলসিয়াস (-০.৩)
সর্বোচ্চ আর.এইচ = ৯৭%
সর্বনিম্ন আর.এইচ = ৭৯%
২৯.০৬.২০২৫ থেকে ০৬৩০ ভারতীয় সময় ৩০.০৬.২০২৫ = ০১২.৩ মিমি বৃষ্টিপাত।