উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হবে সমুদ্রও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে। বুধবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির (Weather Forecast of Bengal) সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
সকাল থেকেই জেলার নামখানা, সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ সকল বিভিন্ন উপকূলীয় এলাকায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বইছে ঝড়ো হাওয়া।জেলা জুড়ে আকাশ মেঘলা রয়েছে। জেলার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও হাওয়ার দাপট বেশি রয়েছে। একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অন্যদিকে আজ অমাবস্যার কোটাল, দুইয়ের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্র উত্তাল রয়েছে। নদী ও সমুদ্রের জলস্তর স্বাভাবিকের থেকে অনেক বেশি রয়েছে। আজ দিনভর জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে ২৮ মে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি প্রত্যাশিত। ২৯ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, ওই দিন কলকাতাতেও বৃষ্টি হবে। ৩০ মে-ও বৃষ্টি হবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।