প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে ৩ দশমিক ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রী কম।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। গতকাল সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিং পাহাড়ি এলাকায় গতকাল তাপমাত্রা নেমে গিয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে। আগামী দুই এক দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মনোরম ও আরামদায়ক আবহাওয়া। ভোরে ও রাতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে। রোদ উঠলেও গরমের অস্বস্তি নেই। বুধবারও কলকাতায় স্বাভাবিকের নীচেই থাকল সর্বনিম্ন তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিং, কালিম্পঙ-এ জমজমাট ঠান্ডা। দিনে রোদ উঠলেও গরমের অস্বস্তি একেবারেই নেই। এই মুহূর্তে শুধু জাঁকিয়ে শীতের অপেক্ষা। তবে, গ্রাম বাংলায় ইতিমধ্যেই ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে।