
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে আগামী পাঁচ দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ পূর্ব বর্ধমান নদীয়া এবং হুগলী জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতেপারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে,আগামী ২৫ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রাখা হয়েছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়৷ মঙ্গলবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত থাকায় নতুন করে গাঙ্গেয় বঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সপ্তাহভর বৃষ্টিতে যে ভিজবে গোটা বঙ্গ তা বলা বাহুল্য।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড়-বৃষ্টির আশঙ্কার পাশাপাশি উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার।অন্যদিকে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি।আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি।