WB Weather 040825 (Photo Credit: X@airnews_kolkata)

উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল এলাকায় তৈরি নিম্নচাপ অঞ্চল টি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। আর এই দুইয়ের জেরেই ফের একবার দুর্যোগ শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে।যদিও এই নিম্নচাপ অঞ্চলের কোন প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে জেলাগুলিতে পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন। তবে  মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঠিন্ডা, অম্বালা, শাহজাহানপুর, বারাণসী, ডালটনগঞ্জ হয়ে দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে গোটা রাজ্য জুড়েই ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম।

আগামীকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দূ থেকে তিন ঘণ্টার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি।বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। সঙ্গে টিপটিপ করে বৃষ্টিও চলছে।