উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় বায়ু স্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এ রাজ্যের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান,পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত। সোমবার সন্ধ্যে থেকে জেলা জুড়ে শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবারও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে জারি রয়েছে ভারী বৃষ্টি। বইছে দমকা ঝড়ো হাওয়া। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। পড়ছে মুহুর্মুহু বাজ। জেলার সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টির ব্যাপকতা যথেষ্ট বেশি রয়েছে। অন্যদিকে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র।
উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে যাচ্ছে ৫৫ কিলোমিটারেও। গতকালের সতর্কবার্তার পর আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সুন্দরবনের বন্দর গুলিতে ভিড় করে রয়েছে মৎস্যজীবী ট্রলার গুলি। আজ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামীকালও জেলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুরে আজ সকাল সাড়ে ছয়টা পর্যন্ত ৬৯ দশমিক তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দার্জিলিং, জলপাইগুড়ি , মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
উত্তরবঙ্গের কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার পর্যন্ত একাধিক জেলায় চলতে পারে টানা ভারী বর্ষণ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি।