WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

মাঝে বেশ কিছুদিন শীতের অনুভূতি উধাও হলেও তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় ২ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিকে মালয়েশিয়া ও সংলগ্ন মালাক্কা প্রণালীর ওপর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি আজকের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আটচল্লিশ ঘন্টায় তা আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েদক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে এর কোনও প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়ার সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু’দিন রাজ্যে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার পরের তিন দিন আবারও ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে রাতের তাপমাত্রা। তাই শীতের আমেজ থাকলেও এখনই জাঁকিয়ে পড়ছে না ঠান্ডা। এদিকে, দক্ষিণ আন্দামান সাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না।