ঘূর্ণিঝড় মন্থার গতি মন্থর হলেও ফের দফায় দফায় ঝড়-বৃষ্টির হুঁশিয়ারি রাজ্যে।আবহাওয়া দফতরের সূত্র বলছে ছত্তিশগড়ের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায়,উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । ‘লাল সতর্কতা’ জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার জন্য। এছাড়া বাঁকুড়া, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়াঃ-
শুধু জেলাতেই নয়, আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা জারি কলকাতাতেও। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে দমকা বাতাস। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এছাড়াও শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।