
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা এন্ট্রি নেওয়ার পর থেকেই সমানে ঝড়-বৃষ্টি চলছে জেলায় জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টির দাপট কোথাও বেশি কোথাও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ধারা বজায় থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, আর মঙ্গল থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
চলতি সপ্তাহে প্রত্যেক দিনই বর্ষার কারণে রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত। তবে,আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকলেও ২৬ তারিখ থেকে আবার তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামীকাল( ২৫ জুন ,বুধবার) গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। এই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপের রূপ নেয় কি না, বা নিলেও কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।সেই প্রভাবেই দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন আবহবিদরা।
এদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) কালিম্পং,দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলাতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে আগামী সপ্তাহ অবধি।
আজ ও আগামীকাল দু’দিনই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।