
পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় হয়েছে, তার উপর বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাসের আগমন এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী ২২ মে পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।
আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। এর আগে মৌসম ভবন জানিয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ মে। সাধারণত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ‘অনসেট’ হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে ‘অনসেট’ হয়েছিল। এ বার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে। পূর্বাভাস যদি মিলে যায়, তবে ২০০৯ সালের মতো এ বারও দেশে আগে ঢুকবে বর্ষা।
দুই বঙ্গেই নামতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। যার ফলে কমবে তাপমাত্রাও। এই সময়ে জমির ফসল ক্ষতি হতে পারে, তাই কৃষকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।