বৃষ্টিপাত। (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৭ জুন: আষাঢ়ের প্রথম দিন থেকেই বর্ষণমুখর রাজ্য (West Bengal Monsoon)৷ শহর কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলছে বৃষ্টি৷ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হচ্ছে৷ ইতিমধ্যেই বুধবার রাতভর বৃষ্টিতো জল জমেছে কলকাতার বিস্তীর্ণ এলাকায়৷ মোমিনপুর, সাদার্ন অ্যাভিনিউ, বালিগঞ্জ, ঠনঠনিয়া, আর্মহার্স্ট স্ট্রিটে জল জমেছে৷ জোয়ারের সময় চলায় এখনই লকগেট খুলে জল সরানোর সম্ভাবনা নেই৷ তাই শহরে জল নামতে দেরি আছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টি এখনই থামছে না৷ আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হবে বৃষ্টি। হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷  আরও পড়ুন-Delhi: রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎপর্ব, আজ রাষ্ট্রপতি ভবনে সস্ত্রীক ধনখড়

অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে বুধবার শহরে তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমেছে৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকার কথা। সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। শুক্রবার থেকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার কথা। যদিও সপ্তাহজুড়েই চলবে প্রবল বৃষ্টিপাত।