West Bengal Monsoon: পুজোর আগে ফের বর্ষণ, বজ্র নিনাদে বৃষ্টি আসছে কলকাতায়
Rainfall (Photo Credits: Unsplash)

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: দেবীপক্ষে আকাশের মুখভার অবস্থা কিছুতেই কাটছে না। ফের ঝেঁপে বৃষ্টি (Monsoon)  আসছে। এমনই পূর্বাভাস শোনাল আলিপুরের হাওয়া অফিস। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারার বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আরও পড়ুন- Ankita Bhandari Murder Case: বনন্তরা রিসর্টে মেয়েদের নিয়ে আসত অঙ্কিতা ভাণ্ডারি হত্যার মূল অভিযুক্ত, মুখ খুললেন প্রাক্তন কর্মী

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়। তবে ষষ্ঠীতে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। এর প্রভাবে পুজোতে বষ্টি হবে দক্ষিণ বঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। নবমী থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ বাড়বে।

এদিকে পুজোর মুখে ফের বৃষ্টি শুরু হওয়ায় শেষমুহূর্তের কেনাকাটায় ব্যাঘাত পড়তে চলেছে। এর জেরে একযোগে সমস্যায় পড়বেন দোকানিরা ও উৎসবপ্রিয় বাঙালি।