কলকাতা, ১৩ সেপ্টেম্বর: জোড়া নিম্নচাপের ফলায় রাজ্যে দিনভর বৃষ্টির (West Bengal Monsoon) পূর্বভাস দিল আলিপুরের হাওয়া অফিস৷ আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বঙ্গে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা উপকূলের জেলাগুলিতে এছাড়া আশেপাশের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় ওই উপকূলীয় জেলা দু'টিতে প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ বঙ্গোপসাগরে উত্তরপূর্ব দিকে সরছে৷ রবিবার রাত থেকেই শক্তি বাড়াচ্ছে সে৷ গুজরাট ও রাজস্থানে সংলগ্ন এলাকা তৈরি হয়েছে দ্বিতীয় নিম্নচাপ৷ আরও পড়ুন-Bhupendra Patel To Take Oath As Gujarat CM: গুজরাটের মুখ্যমন্ত্রী পদে বসছেন ভূপেন্দ্র প্যাটেল, আজ শপথ গ্রহণ
এই দুটি নিম্নচাপকে জুড়েছে মৌসুমি অক্ষরেখা৷ যার প্রভাবে আগামী কাল পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় দফায় দফায় বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ গাঙ্গেয় পশ্চিবঙ্গ, কোঙ্কন উপকূল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট চলবে৷
এদিন সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ৷ মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টি হচ্ছে৷ হাওয়ার বেগও সময়ে সময়ে ঊর্ধ্বমুখী৷