গান্ধীনগর, ১৩ সেপ্টেম্বর: বিধানসভা নির্বাচনের আগেভাগেই মুখ্যমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ালেন বিজয় রূপানি৷ ঠিক দুদিন পরে আজ সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে (Gujarat Chief Minister) শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল৷ গুজরাটের পতিদার সম্প্রদায়ের মধ্যে ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendra Patel) দারুণ প্রভাব রয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে এই পতিদারদের প্রভাবিত করেই গুজরাটের ভোট বৈতরণী পার করতে বদ্ধপরিকর বিজেপি৷ শনিবার বিজয় রূপানির পদত্যাগের পরে ভূপেন্দ্র প্যাটেল নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সোমবার বিকেলে৷ তিনিই হলেন বিজেপি শাসিত গুজরাটের চতুর্থ মুখ্যমন্ত্রী৷ এর আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ও ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করেছিলেন৷
এদিকে আজই গুজরাটের ১৭-তম মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন সমর্থকদের “দাদা” ভূপেন্দ্রভাই রজনীকান্থভাই প্যাটেল৷ অতি সাধারণ একজন দলীয় বিধায়ককে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব সত্যিই আশ্চর্য জনক৷ রবিবার বিধানসভার বৈঠকেই ৫৯ বছরের ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের একনিষ্ঠ সমর্থক তথা আপাদমস্তক ভদ্রলোক ভূপেন্দ্রভাই প্যাটেলকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে বিধানসভার বৈঠকে৷ আরও পড়ুন-Akshay Kumar: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে কারণে ধন্যবাদ জানালেন অক্ষয় কুমার
আগের রবিবার পর্যন্ত ভূপেন্দ্র প্যাটেল একজন সাধারণ বিধায়ক ছিলেন৷ যিনি নিজের কেন্দ্রের দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন৷ তিনি গত বিধানসভাতে ভোটেই প্রথমবার জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৭ গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি অমিত শাহ-র কেন্দ্র গান্ধীনগর লোকসভা আসনের অন্তর্গত ঘাতলোদিয়া কেন্দ্র থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেসের শক্তিকান্ত প্যাটেলের বিরুদ্ধে। আগামী বছর গুজরাট বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র প্যাটেলকেই মুখ্যমন্ত্রী মুখ করে লড়তে চলেছে বিজেপি।