Heat Wave (File Photo)

কলকাতা, ২৬ এপ্রিল:  টানা ৫৬ দিন ধরে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ২ মে’র আগে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া অফিস। এমনকী আজ রাজ্যের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ (Heat Wave) । আগামী কাল এই তিন জেলার সঙ্গে  তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ববর্ধমান ও বীরভূমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ যেন ফার্নেস হয়ে যাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বেলা ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত গরম ও রোদ্দুর থাকবে মারাত্মক। এই সময় বাড়ির বাইরে না বেরনোই ভাল, বিশেষ করে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে জারি হয়েছে সতর্কতা।

এই পরিস্থিতিতে বেশি পরিমাণে জল পান করার পাশাপাশি তরল খাদ্য খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামী দু’দিন কলকাতার তাপমাত্রাও থাকবে চরমে। এখনই ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। বৃহস্পতিবার পর্যন্ত এমনটাই চলবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মাত্রাতিরিক্ত গরম থেকে বাঁচতে রাজ্যের সমস্ত স্কুল সকালে খোলার সরকারি নির্দেশিকা জারি হয়েছে।