কলকাতা, ১৪ এপ্রিল: বছর শেষে বৃষ্টির পূর্বাভাস শোনাতে পারল না আলিপুরের হাওয়া অফিস। বরং চিন্তা বাড়িয়ে নতুন বছরে আরও গরম পড়ার পূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর। গত এক সপ্তাহ ধরে বার বার বৃষ্টির পূর্বাভাস শুনিয়েও বৃষ্টির দেখা মেলেনি। দিন যত গেছে ততই উত্তরোত্তর গরম বেড়েছে। নববর্ষের প্রথম দিনে গরমের এই বহমানতা অব্যাহত থাকবে। এবং আগামী এক সপ্তাহে সেই গরম আরও বাড়বে। বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। সকালে রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বাড়তে শুরু করবে দশটার পর বাইরে বেরনোটা বিপত্তির হয়ে উঠবে। তাতাপোড়া রোদ্দুরে নাজেহাল হবে বঙ্গবাসী। আরও পড়ুন-Kolkata High Court: ভোটযজ্ঞে মানতে হবে করোনা বিধি, নির্দেশিকা প্রকাশ কলকাতা হাইকোর্টের
আপাতত এই অস্বস্তি কাটছে না। তবে গতকাল উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুরের হাওয়া অফিস। শহর কলকাতা সেই তালিকায় ছিল না। পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এছাড়াও জলপাইগুড়ি জেলার কিছু অংশেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার দেখা মেলেনি। আর বর্তমানে বৈশাখী গরমে নাকাল হলেও কালবৈশাখীর আরাম এখনই রাজ্যবাসীর কপালে নেই।