Cloudy (Photo Credits: Wikipedia)

নয়াদিল্লিঃ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। জেলায় জেলায় (District) আকাশের(Sky)  মুখ ভার। আজ, সোমবারও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। সবমিলিয়ে কেমন থাকবে আজ বঙ্গের আবহাওয়া? জেনে নিন ঝটপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, দুই বর্ধমান এবং , উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এই জেলাহুলিতে জারি হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার দিনভর কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানুন

এছাড়া হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায়। মঙ্গলে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা র‍য়েছে। বুধবারও জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা।  বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি কমবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আজ, সোমবারও মালদা,কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে।

সবমিলিয়ে সোমবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?