Rain Alert (Photo Credit: Twitter)

দক্ষিণ পশ্চিম বংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । এরফলে রাজ্যের প্রায় সব জেলায় আজ ও আগামীকাল বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত।হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে।

কলকাতা ও তার আশপাশের এলাকায় গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে কমেছে তাপমাত্রার পারদ। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা ১ দশমিক তিন ডিগ্রী কম।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। টানা বৃষ্টিতে আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে।