2506 West Bengal Weather Update (Photo Credit: X@imdkolkata)

নিম্নচাপের ভ্রুকুটি কিছুটা কমলেও এখনই বৃষ্টি কমবে না উত্তর ও দক্ষিণবঙ্গে (North & South bengal)। জানিয়ে দিল আবহাওয়া দফতর (Meteorological Department)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে বাংলা থেকে ধীরে ধীরে নিম্নচাপ সরছে কিন্তু ২৮ জুন পর্যন্ত বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আজ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও।

বুধবার ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দু’দিন সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সে সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও বৃষ্টি সেভাবে ঝোড়ো ব্যাটিং করেনি এখনও। জেলায় জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গত কয়েকদিনের টানা বৃষ্টির (rain) পর বুধবার সকাল থেকেই আকাশে রোদের দেখা পাওয়া গেছে। এমনকী তাপমাত্রাও বেড়েছে এক লাফে অনেকটা । আজ, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও বজ্রবিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।