বৃষ্টিপাত। (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ২০ জুলাই: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপের (Weather Update) আশঙ্কা৷ বুধবার থেকে ওড়িশায় শুরু হবে প্রচণ্ড বৃষ্টি৷ আগামী বুধ বৃহস্পতিবার এবং শুক্রবার প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওড়িশায়। এর জেরে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷ সোমবারের পর মঙ্গলবারও অল্পবিস্তর বৃষ্টি হবে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। বুধবার থেকে ধীরেধীরে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিকে বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে হয়েছে ৯২ শতাংশ৷ জলীয় বাষ্প বেশি থাকাতেই এই পরিস্থিতি৷ আরও পড়ুন-Madhyamik Result 2021: মেধাতালিকা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ, সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭

মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে সিকিম ও উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে৷ এমনিতেই ভ্যাপসা গরম, ঘরবন্দি, রথ, উল্টোরথের পর আগামী কাল বকরি ইদ৷ এরমধ্যে আকাশজুড়ে মেঘের আনাগোনা৷ মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না৷ আদ্রতার চাপে দিশেহারে বঙ্গবাসী৷