West Bengal Weather Update: বৃষ্টিমুখর সোমবার, দিনভর ভিজবে রাজ্য
বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৩১ মে: এখনও সরকারিভাবে বর্ষা প্রবেশের সময় হয়নি রাজ্যে৷ দেশের প্রথম বর্ষা আসে কেরালায় ১জুন৷ এবার পিছিয়ে তা হয়েছে ৩ জুন৷ পশ্চিমবঙ্গে এবার বর্ষা প্রবেশ করবে ৮ জুন৷ যদিও রবিবারের ছুটি কাটিয়ে সোমবার সকাল থেকেই আকাশের ঘনঘোর দুর্যোগ (Weather Update)৷ ভোররাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে চারদিকে৷ শহর কলকাতা জেগে ওঠার আগেই এমন তেড়ে বৃষ্টি ছুটির দিনের অভাবকে বাড়িয়েছে৷ সপ্তাহে কাজের দিনের শুরুতে এরকম আবহাওয়া থাকলে কারই বা বিছানা ছাড়তে ইচ্ছে করে বলুন৷ তবে তাতে কী, আগামী কয়েকদিনে এই আবহাওয়ার কোনও পরিবর্তন ঘটবে না, তা জানিয়ে দিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷ ও আরও পড়ুন-Madan Mitra Fall Sick: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র

সোমবার সমগ্র দক্ষিণবঙ্গে দিনভর চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার৷ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৮ শতাংশ। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷

আপাতত ঘেমো গরমের সম্ভাবনা উধাও৷ আজই দিনভর বৃষ্টিতে ভিজবে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, জাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি৷   উত্তরবঙ্গও এই যাত্রায় বাদ পড়ছে না৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় হতে পারে বৃষ্টি৷