Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৮ মার্চ:  ২০২৪ সালে বিজেপির (BJP) অস্তিত্ব মুছে ফেলতে হবে।  বিজেপির অস্তিত্ব মিটিয়ে ফেলতে, এখন থেকেই লাগাতার কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসের  রাজ্য় কমিটির বৈঠকে দলীয় কর্মী, সমর্থকদের এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে হাজির হন ভোট কৌশুলি প্রশান্ত কিশোরও।

এসবের পাশাপাশি দার্জিলিংয়ের মানুষ এখন হাসছেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  পাশাপাশি আজকের বৈঠক থেকে জিটিএ-র প্রসঙ্গও তুলে আনেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দার্জিলিং নিয়ে যাতে দলের কেউ কোনও ধরণের মন্তব্য না করেন, সেই নির্দেশও দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'বিজেপি দাঙ্গাবাজ, দুর্নীতিগ্রস্থ দল', বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর

এসবের পাশাপাশি 'বিজেপিকে দাঙ্গাবাজ এবং দুর্নীতিগ্রস্থ' বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বিজেপি গণতন্ত্রকে আঘাত করে তাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,  তৃণমূল কংগ্রেসের বিধায়করা যেভাবে গণতন্ত্র রক্ষার চেষ্টা করছেন, তার জন্য ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।