বিজেপি বিরোধী হাওয়া চলছে দেশের সর্বত্র। লোকসভা ভোটের পর থেকে এমনটাই দাবী বিরোধী শিবিরের। যদিও এই হাওয়া কিন্তু হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে সেভাবে দেখা যায়নি। একদিকে হরিয়ানায় কংগ্রেস জিতবে বলে আশাবাদী থাকলেও সেখানে ফুল ফোঁটে বিজেপির। অন্যদিকে জম্মু-কাশ্মীরে ইন্ডিয়া জোট জিতলেও, ভোট শতাংশ অনেকটাই বেড়েছে বিজেপি। যদিও মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভোটের ফলাফল কী হতে চলেছে সেই নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন রাজনৈতিক সমালোচকরা। এদিকে অবশ্য বুথ ফেরত সমীক্ষা দেখেই আশাবাদী ইন্ডিয়া শিবির। তবে এই সমীক্ষা কিন্তু ভুল প্রমাণিত হয়ছিল হরিয়ানার ক্ষেত্রে। যদিও বাংলার উপনির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেস।
শুক্রবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে অ-বিজেপি হাওয়া অব্যাহত। এমনিতেই মহারাষ্ট্রে বিজেপি কীভাবে ক্ষমতায় এল তা সকলেরই জানা। যদি নির্বাচন নিরপেক্ষভাবে হয় তাহলে অবশ্যই ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসবে। এখন ভোটের ফল এলেই বোঝা যাবে যে কতটা নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে বিজেপি কোনওভাবে সরকার গড়তে পারবে না। পাশাপাশি বাংলায় যে ৬টি আসনে উপনির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনও দলই সরকার গড়তে পারবে না"।