কলকাতা: উৎসবের মরসুম শুরু হওয়ার আগে বাজি প্রেমীদের জন্য সুখবর শোনাল ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড (West Bengal Pollution Control Board)। এতদিন বাজির (firecrackers) আওয়াজের পরিমাণ যেখানে ৯০ ডেসিবেল (decibel) পর্যন্ত বেঁধে দেওয়া ছিল। এবার তা বাড়িয়ে ১২৩ ডেসিবেল করা হল। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির আমেজ দেখা দিয়েছে রাজ্যের বাজি প্রেমী ও বাজি উৎপাদনকারী (manufacturers) ও ব্যবসায়ীদের মধ্যে।
সিদ্ধান্ত বদলের কারণ জানাতে গিয়ে WBPCB-এর একজন আধিকারিক জানান, সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে এর সীমা আগেই সর্বোচ্চ (upper decibel limit) ১২৫ ডেসিবেল পর্যন্ত করে দিয়েছিল। অন্য রাজ্যগুলি সেই অনুযায়ী চললেও এতদিন একমাত্র পশ্চিমবঙ্গ (West Bengal) ৯০ ডেসিবেল পর্যন্ত বাজির আওয়াজের পরিমাণ নির্দিষ্ট রেখেছিল। এই বিষয়ে অন্য রাজ্যের থেকে ব্যতিক্রমই ছিল পশ্চিমবঙ্গ। তবে এবার থেকে ডেসিবেলের মাত্র বাড়িয়ে ১২৩ ডেসিবেল করা হল। আরও পড়ুন: Andal Shcoker: অন্ডালে খনিতে ধস, মৃত সর্দার
#WestBengal Pollution Control Board (WBPCB) relaxed decibel limit for firecrackers bringing cheers to people and manufacturers in state. It has been learnt that new limit as fixed by WBPCB is 123 decibels as against past limit of 90 decibels.
Explaining rationale behind relaxing… pic.twitter.com/HdBnrBYNS6
— IANS (@ians_india) October 19, 2023