প্রতীকী ছবি (Photo Credits: Unsplash.com)

কলকাতা, ১ অগাস্ট: ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2020 Exam) ফলপ্রকাশ। আজ এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পরীক্ষার প্রায় ৬ মাসের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কাউন্সেলিং পর্ব পুরোটাই হবে অনলাইনে। তিনি আরও জানিয়েছেন, জয়েন্টের ফল প্রকাশ হবে অনলাইনে। কখন ফল প্রকাশ করা হবে সেটা পরে জানানো হবে।

এতদিন ধরে অনলাইনে কাউন্সেলিং হলেও ছাত্রছাত্রীদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সরাসরি ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে হত। কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণের জন্য ছাত্র-ছাত্রীদের আর ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে হবে না।

২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবছরের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয়। করোনাভাইরাস এবং তার জেরে লকডাউনের জন্য ফল প্রকাশের প্রক্রিয়া স্থগিত রাখতে হয় জয়েন এন্ট্রান্স বোর্ডকে