(West Bengal Junior Doctors’ Association) সংগঠন। জানা যাচ্ছে, আগামী ৯ নভেম্বর সিজিও কমপ্লেক্সে গন আন্দোলন হবে বলে জানিয়ে WBJDA নেতৃত্ব। এই সংগঠনের সদস্যদের দাবি বিগত ৩ মাস হয়ে গেল কিন্তু সিবিআই এখনও এই ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট আদালতে পেশ করা হয়নি। ফলে সেই চুড়ান্ত চার্জশিট যাতে আদালতে অবিলম্বে পেশ করা হয় তারজন্যই এই মিছিল করা হবে বলে জানানো হয়েছে। এর আগে গত বুধবার সিজিও কমপ্লেক্সের সামনে মশাল হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন চিকিৎসক ও সাধারণ মানুষরা।

প্রসঙ্গত, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা যেদিন আর জি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital) ডঃ অনিকেত মাহাতো, ডঃ কিঞ্জল নন্দারা বৈঠক করছিলেন সেদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন নামে আরও একটি সংগঠন তৈরি হয় কলেজে। আর তাঁরা পাল্টা WBJDF-এর বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তোলে। এই নিয়ে ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। অনিকেতদের দাবি, ওই সংগঠন শাসক দলের মদতেই তৈরি হয়েছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা জুনিয়র চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ। তদন্তে জানা যায়, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল। পরে সিবিআই তদন্তের দায়িত্বভার নেওয়ার পর গ্রেফতাপ হয় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অনেকে।