সকাল থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুরু হয়েছে বৃষ্টি। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ (১৭ জুলাই,বুধবার) থেকে উত্তরবঙ্গের ৫ জেলায়(দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ মেদিনীপুর, কলকাতা ও হাওড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল (১৮ জুলাই, বৃহস্পতিবার) থেকে উত্তরবঙ্গের ৫ জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে তাঁর পূর্বাভাস-
Weather Forecast for West Bengal dated 16-07-2024 pic.twitter.com/4Z9iiraIli
— IMD Kolkata (@ImdKolkata) July 16, 2024
আগামী ১৯ জুলাই শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।যে নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।যার ফলে আগামী শনি, রবি ও সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থাকবে। তাপমাত্রায় আপাতত তেমন কোনও উত্থান পতন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Traffic alert and weather forecast for #Wednesday.
Read more: https://t.co/KUPLsW6smb@KPTrafficDept#TrafficAlert #WeatherUpdate #KolkataTrafficPolice #IndiaMeteorologicalDepartment #IMD #Kolkata #MyKolkata pic.twitter.com/2eSFKbrd6i
— My.Kolkata (@TT_My_Kolkata) July 17, 2024
;