West Bengal Weather Update Photo Credit: X @AmitDasBata

সকাল থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুরু হয়েছে বৃষ্টি। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ (১৭ জুলাই,বুধবার) থেকে উত্তরবঙ্গের ৫ জেলায়(দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ মেদিনীপুর, কলকাতা ও হাওড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল (১৮ জুলাই, বৃহস্পতিবার) থেকে  উত্তরবঙ্গের ৫ জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে তাঁর পূর্বাভাস-

আগামী ১৯ জুলাই শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।যে  নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।যার ফলে আগামী শনি, রবি ও সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি ও  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থাকবে। তাপমাত্রায় আপাতত তেমন কোনও উত্থান পতন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

;