কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং মালদা এবং দুই দিনাজপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া এবং বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কলকাতাতেও রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, কলকাতায় আজ সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের এক ডিগ্রি ওপরে ২৫ দশমক ৯ ডিগ্রি সেলসিয়াস।