WB Post-Poll Violence Case: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court (FILE PHOTO)

কলকাতা, ৮ নভেম্বর: 'ভোট পরবর্তী হিংসা' মামলায় (WB Post-Poll Violence Case) সিবিআই এবং বিশেষ তদন্তকারী দল-কে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high Court)। সোমবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ২৩ ডিসেম্বর এই রিপোর্ট জমা দিতে হবে। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি।

আজ মামলার শুনানিতে সিবিআই আদালতকে জানিয়েছে, তদন্তভার হাতে পাওয়ার পর এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে তারা। শুনানিতে জনস্বার্থ মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান। যদিও জবাবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়ে দেন, তদন্ত শেষ হলে ক্ষতিপূরণের বিষয় নিয়ে ভাবা যাবে। আরও পড়ুন: Tathagata Roy: 'অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক', গুরুতর অভিযোগ তথাগতর

শ্যামনগরের কয়েকজন বাসিন্দা এখনও ঘরছাড়া বলে জানান প্রিয়াঙ্কা। এই বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ, যারা এখনও ঘরছাড়া রয়েছে তাদের তালিকা রাজ্যের হাতে তুলে দিতে হবে।