Live
WB Panchayat Elections 2023 Live: গণতন্ত্রের উৎসবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত গোটা বাংলা জুড়ে
পশ্চিমবঙ্গ
Indranil Mukherjee
|
Jul 08, 2023 04:59 PM IST
আজ রায় দেবে গ্রামবাংলা। একদফাতেই হবে রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ।কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে।২০ টি জেলায় ত্রিস্তরীয় নির্বাচন হচ্ছে অর্থাৎ ভোট হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হবে দ্বিস্তরীয় নির্বাচন, সেখানে নেই জেলা পরিষদ। সব মিলিয়ে রাজ্যে মোট ৭৩,৮৮৭টি আসনে নির্বাচন হচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। বাকি বুথগুলিতে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে
মনোনয়ন পর্ব থেকে উঠেছিল সন্ত্রাসের অভিযোগ। ভোটের দিন পর্যন্ত অশান্তি অব্যাহত। আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবু পরপর পড়ছে লাশ।