Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 03, 2025
সর্বশেষ গল্প
25 minutes ago
Live

WB Panchayat Elections 2023 Live: গণতন্ত্রের উৎসবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত গোটা বাংলা জুড়ে

পশ্চিমবঙ্গ Indranil Mukherjee | Jul 08, 2023 04:59 PM IST
A+
A-
08 Jul, 16:59 (IST)

অবাধে ভোট লুঠ, ছাপ্পার প্রতিবাদে ব্যালট বক্সে জল ঢাললেন সাধারণ মানুষ।ঘটনাটি ঘটেছে সিন্দারনি বুথে।

08 Jul, 15:10 (IST)

দুষ্কৃতীরা ভোট লুঠ করতে বুথ থেকে ছিনতাই করেছিল ব্যালট বাক্স। সেই বাক্সই নর্দমা থেকে তুলে আনলেন রাজ্য পুলিশের এক কর্মী। বাক্স তুলে আনতেই গণতন্ত্রের মতই কালো জল বেড়িয়ে আসতে থাকে ব্যালট বাক্স থেকে।

08 Jul, 14:18 (IST)

গণতন্ত্রের উৎসব বদলে গেল রক্তের হোলিতে। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে শাসক-বিরোধী মিলিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে পঞ্চায়েত হিংসায়। এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় পঞ্চায়েতে বলির সংখ্যা গিয়ে ঠেকল ৩৪-এ।

08 Jul, 13:57 (IST)

পঞ্চায়েত নির্বাচনে সবথেকে বেশি রাজনৈতিক হিংসার বলি হয়েছেন মুর্শিদাবাদের রাজনৈতিক কর্মীরা। তারপরেও হিংসা বন্ধ হওয়ার কোন লক্ষণ নেই। দিনে দুপুরে হাতে দেশী বোম হাতে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। দেখুন-

08 Jul, 13:44 (IST)

সকাল থেকেই উত্তপ্ত মালদহ। মাঝেমধ্যেই তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের খবর আসছে সামনে।মালদহের গোপালপুর পঞ্চায়েতে বালুটোলায় কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে বোমা পড়ল মুহুর্মুহু। দেখুন সেই ছবি-

08 Jul, 13:12 (IST)

দিনহাটার ইন্দ্রেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রক্রিয়া।ঘটনাস্থলে দেখা যায় ব্যালট বক্সের ভিতরে জল ঢেলে দেওয়া হয়েছে।  কারা জল ঢেলেছেন সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। দেখুন ছবি-

 

08 Jul, 12:48 (IST)

শনিবার সকাল থেকে ব্যালট বাক্স নিয়ে নানা জায়গায় থেকে নানা অভিযোগ এসেছে।কিন্তু  পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সকালে কোচবিহারে এক বেনজির ছবি এল সামনে। ভোটকেন্দ্র থেকে ব্যালট বক্স তুলে চম্পট দিলেন অজ্ঞাত পরিচয় এক যুবক। কোচবিহারের মাথাভাঙায় যে দৃশ্য দেখা গিয়েছে, তা বোধহয় হার মানাবে কোনও আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতাকেও। দেখুন সেই ছবি-

08 Jul, 12:33 (IST)

এখনো পর্যন্ত নজরে আসা সন্ত্রাসের ঘটনা- 

  • কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের ভাগ্নিরপার্ট ওয়ান এলাকায় গুলিবিদ্ধ ২ বিজেপি কর্মী। রাধিকা বর্মন ও চিরঞ্জিত কার্জি নামে ২ কর্মী ভোট দিতে গেলে তাদের লক্ষ্য করে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। 
  • মালদার হরিশ্চন্দ্রপুর মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। চলল গুলি। গুলিবিদ্ধ একজন।
  • তৃণমূল-নির্দল সংঘর্ষ। মাথা ফাটল নির্দল কর্মীর। হাত ভাঙল টিএমসি কর্মীর। নয়াগ্ৰাম ব্লকের ৪ নম্বর মলম অঞ্চলের ১৭৬ নম্বর বুথের ঘটনা।
  • হরিণঘাটায় বোমাবাজিতে আহত ৪। গুরতর আহত এক বিজেপি কর্মী। নদিয়ার হরিণঘাটা ব্লকের বৈকারা ২০৩ নম্বর বুথের ঘটনা।
  • নদিয়ার চাপড়ায় নিহত তৃণমূল কর্মী। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু তৃণমূল কর্মী হামজার আলির। অভিযোগের তির বিরোধীদের দিকে। আহত প্রায় ৯-১০ জন।
  • ব্যারাকপুরের মোহনপুরে চলল গুলি। তৃণমূল-নির্দল সংঘর্ষ। 
  • মালদায় বোমা-গুলি চলছেই। এবার বোমাবাজি রতুয়ার চাঁদমনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁচ খামার প্রাথমিক বিদ্যালয়ে। ভোট দিতে যাওয়ায় সময় কংগ্রেস নেতা নাজির আলির নেতৃত্বে ভোটারদের উপরে হামলার অভিযোগ। জখম এক যুবক। 
  • দক্ষিণ ২৪ পরগনার জিরানগাছায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। 
  • কানহাইয়া-করিম বিবাদের জেরে সংঘর্ষ উত্তর দিনাজপুরের ইসলামপুরে। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। অভিযোগ করিমের অনুগামীদের বিরুদ্ধে। 
  • মালদার মানিকচকে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর জখম ৮ জন।
  • কোচবিহারের ফলিমারিতে খুন বিজেপির পোলিং এজেন্ট। বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। ফলিমারির ঘটনায় রিপোর্ট তলব।
  • মুর্শিদাবাদের খড়গ্রামে খুন তৃণমূল কর্মী। কুপিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস।
  • ওদিকে মুর্শিদাবাদের রেজিনগরেও খুন তৃণমূল কর্মী। বোমা মেরে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম ইয়াসিন শেখ। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
  • পাশাপাশি, খড়গ্রামের রতনপুরে ফের বোমাবাজি। ডোমকলে চলল গুলি। আহত ২ তৃণমূলকর্মী। 
  • ভাঙড় ২ নম্বর ব্লকে চকমরিচায় গুলিবিদ্ধ আইএসএফ কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে। উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিস।
  • আরামবাগের আড়ান্ডি ১ নম্বর অঞ্চলের সাতমাসায় গুলি নির্দল কর্মীকে। গুলি লেগেছে পায়ে। আক্রান্ত যুবকের নাম কায়েমউদ্দিন মল্লিক।
  • আরামবাগেই বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল নেতার ছেলে। বোমাবাজিতে মারাত্মকভাবে জখম চোখ। উত্তপ্ত এলাকা।
  • ওদিকে ভোটের আগের রাতেই খুন কোচবিহারের দিনহাটায়। খুন তুফানগঞ্জেও। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। পাশাপাশি, মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে মৃত্যু শাসকদলের কর্মীর। 
  • ওদিকে ভোটের আগের রাতেই খুন কোচবিহারের দিনহাটায়। খুন তুফানগঞ্জেও। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। পাশাপাশি, মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে মৃত্যু শাসকদলের কর্মীর। 

ভোটের আগের রাতে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবংও। দুই তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

 

08 Jul, 12:03 (IST)

সকাল থেকেই মাঝেমধ্যে উত্তেজিত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা।অশান্ত এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় দেখা গেছে বোমার চিহ্ন। ভাঙড়ের ছয়ানিতে পড়ে থাকা বোমকে বল ভেবে খেলতে গিয়ে আহত হল দুই শিশু। একজনের বয়স ৭ বছর ও আর একজনের বয়স ৪। দুই শিশুকে জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

08 Jul, 11:38 (IST)

বুথের ভিতরে ছাপ্পার খবর পেয়ে ঘটনাস্থলেএসেছিলেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস। কিন্তু দুষ্কৃতীদের হাতে প্রথমে নিগৃহীত হওয়ার পর তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বলিউডি ধাঁচে একেবারে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে দেখা যায় এক যুবককে। কোনও ক্রমে পালিয়ে বাঁচেন অরিজিৎ দাস। ভোটের দিন কার্যত নজিরবিহীন ছবি দেখা গেল। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে।

দেখুন সেই ছবি- 

Load More

আজ রায় দেবে গ্রামবাংলা। একদফাতেই হবে রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ।কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে।২০ টি জেলায় ত্রিস্তরীয় নির্বাচন হচ্ছে অর্থাৎ ভোট হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হবে দ্বিস্তরীয় নির্বাচন, সেখানে নেই জেলা পরিষদ। সব মিলিয়ে রাজ্যে মোট ৭৩,৮৮৭টি আসনে নির্বাচন হচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। বাকি বুথগুলিতে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে

মনোনয়ন পর্ব থেকে উঠেছিল সন্ত্রাসের অভিযোগ। ভোটের দিন পর্যন্ত অশান্তি অব্যাহত। আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবু পরপর পড়ছে লাশ।

 

Tags:

Show Full Article Share Now