Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
22 minutes ago
Live

WB Panchayat Election Result: তৃণমূলের ঝুলিতে ১৫ হাজার আসন, বিজেপি ১৩৮৫

পশ্চিমবঙ্গ Indranil Mukherjee | Jul 11, 2023 04:59 PM IST
A+
A-
11 Jul, 16:59 (IST)

শীতলকুচিতে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল ৷ শীতলকুচি্র ৮ গ্রাম পঞ্চায়েতের সবক’টিতে জয় হয়েছে ঘাসফুলের ৷

 

11 Jul, 16:57 (IST)

গ্রাম পঞ্চায়েতের মোট আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১৫,৩৭৫টি আসন, বিজেপি জিতেছে ১,৩৮৫টি আসনে, সিপিএম জয়ী ৭৪৯টি আসনে, কংগ্রেস জয়ী ৪১১টি আসনে। 

11 Jul, 16:40 (IST)

দীর্ঘ ২২ বছর পর পঞ্চায়েত নির্বাচন হল পাহাড়ে। শুরু থেকেই এগিয়ে তৃণমূল ঘনিষ্ট দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪টে অবধি গণনার ফলাফলে বিজিপিএম-এর দখলে কোন কোন কেন্দ্র?

দার্জিলিং বিধানসভাঃ-

নয়ানর,সোম সিংতাম, রঙ্গিত ২, বাদামতাম,লেবং ভ্যালি,দেবাইপানি,

কার্শিয়াং বিধানসভাঃ-

সিতং ১,সিতং ২,সিতং ৩,মেন্ট মেরিস ২,সুকনা,মহানদী

মিরিকঃ-

সৌরেনি

কালিম্পং বিধানসভাঃ-

ভালুখোপ,সমথার, কালিম্পং, ইয়াংমাকুম, বং, লিংশেখা, গিতডাবলিন

11 Jul, 15:53 (IST)

হেরে যাচ্ছে দেখে গণনা কেন্দ্র থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের  প্রার্থী। তার নাম রূপসোনা মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তল্লাশিতে তার কাছ থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার মেলে। এরপরেই তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ওই তৃণমূল প্রার্থীকে আটক করে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

11 Jul, 15:36 (IST)

ভোটের হিংসা নিয়ে মন্তব্য করে শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়েছেন হুমায়ুন কবীর। সেই হুমায়ুন কবীর সমর্থিত ২ নির্দল প্রার্থী জয়ী হলেন মুর্শিদাবাদে। 

11 Jul, 15:32 (IST)

ভোট গণনার দিনই দলবদল। জয়ের পরই সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক প্রার্থী। পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে সিপিআইএমের প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েত  আসনে জয়ী হয়েছেন গীতা হাঁসদা। জয়ের পরেই তিনি তৃণমূলে যোগ দেন।

11 Jul, 15:16 (IST)

নন্দীগ্রাম বিধানসভায় মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত ৷ ২০১৮-য় নন্দীগ্রাম ১৭ পঞ্চায়েতই ছিল তৃণমূলের দখলে ৷ কিন্তু ২০২১ এর পর ২০২৩ সালেও সেখানে পদ্মের জয়জয়কার। নন্দীগ্রামে ৬ পঞ্চায়েতে ফুটল পদ্ম ফুল ৷ নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে ৷ নন্দীগ্রাম ২ ব্লকেও বিজেপির দখলে ৩ পঞ্চায়েত ৷ 

11 Jul, 15:04 (IST)

খনি অঞ্চল জুড়ে ফুটল ঘাসফুল। চারিদিকে তৃণমুলের জয় জয়কার। সবুজ আবির নিয়ে আনন্দে মেতে উঠলেন শাসক দলের কর্মীরা। জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, খনি অঞ্চলের অন্ডাল, দুর্গাপুর-ফরিদপুর ও পান্ডবে এই তিনটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস।

অন্ডাল ব্লক- (৮টি পঞ্চায়েত)

কেন্দ্ৰা,উখরা,দক্ষিণখন্ড,মদনপুর,কাজোরা,অন্ডাল,রামপ্রসাদপুর,শ্রীরামপুর,

পান্ডবেশ্বর ব্লক (৬টি পঞ্চায়েত)

কেন্দা,বৈদ্যনাথপুর, নবগ্রাম,হরিপুর,ছোড়া, বহুলা

দুর্গাপুর-ফরিদপুর ব্লক (৬ টি পঞ্চায়েত)

গোগলা,লাউদোহা, জেমুয়া, গৌরবাজার, প্রতাপপুর, ইছাপুর

এই সব ক’টি পঞ্চায়েতে ঘাস ফুলের পতাকা ওড়াল শাসকদল।

11 Jul, 14:45 (IST)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা এলাকাতেই জয় পেল বিজেপি। জানা গিয়েছে, কুসুম্বা গ্রামের ৩টি আসনের মধ্যে দুটি আসনে জয়লাভ করেছে বিজেপি। ১ টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বীরভূমে প্রথম পঞ্চায়েত দখল করল বিজেপি। মহম্মদ বাজারের রামপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। সেখানে ৮ টি সিটের মধ্যে ৭ টিতে জয়ী হল বিজেপি

11 Jul, 14:42 (IST)

আবারও জয়লাভ করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা দাপুটে নেতা দুধকুমার মণ্ডল। তিনি এবছর ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ বহড়া অঞ্চলের ৫ নম্বর সংসদের ৭ নম্বর আসনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। এদিন তিনি ১৪৫ ভোটে জয়লাভ করেন। তাতেই খুশির হাওয়া জেলা বিজেপির অন্দরে।

Load More

রক্ত, সন্ত্রাস, কারচুপি, ছাপ্পা, ব্যালট নিয়ে দৌড় সবকিছুর পরে আজ গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে গ্রাম বাংলার রায়ের দিকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গননার সময় থাকবেন একজন করে কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট।প্রতি গণনা কেন্দ্রে ব্লক পিছু একজন করে অবজারভার ও জেলা পিছু একজন করে স্পেশাল অবজার্ভার থাকবেন। গ্রাম পঞ্চায়েতে এবং জেলা পরিষদের প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট থাকতে পারলেও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থী থাকতে পারবেন কোনও এজেন্ট থাকতে পারবেন না।

 

বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গ্রাম বাংলায় তৃণমূলের দাপট বজায় থাকছে। এবিপি এবং সি ভোটারের সমীক্ষা বলছে, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা পরিষদ দখল করতে পারে বিজেপি। দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে গেরুয়া শিবির। ওদিকে মালদা, মুর্শিদাবাদে বাম-কংগ্রেস টক্কর দিতে পারে তৃণমূলকে। বাকি সব জেলাতেই তৃণমূলের জয়জয়কার হতে পারে।


Show Full Article Share Now