শীতলকুচিতে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল ৷ শীতলকুচি্র ৮ গ্রাম পঞ্চায়েতের সবক’টিতে জয় হয়েছে ঘাসফুলের ৷
WB Panchayat Election Result: তৃণমূলের ঝুলিতে ১৫ হাজার আসন, বিজেপি ১৩৮৫
শীতলকুচিতে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল ৷ শীতলকুচি্র ৮ গ্রাম পঞ্চায়েতের সবক’টিতে জয় হয়েছে ঘাসফুলের ৷
গ্রাম পঞ্চায়েতের মোট আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১৫,৩৭৫টি আসন, বিজেপি জিতেছে ১,৩৮৫টি আসনে, সিপিএম জয়ী ৭৪৯টি আসনে, কংগ্রেস জয়ী ৪১১টি আসনে।
দীর্ঘ ২২ বছর পর পঞ্চায়েত নির্বাচন হল পাহাড়ে। শুরু থেকেই এগিয়ে তৃণমূল ঘনিষ্ট দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪টে অবধি গণনার ফলাফলে বিজিপিএম-এর দখলে কোন কোন কেন্দ্র?
দার্জিলিং বিধানসভাঃ-
নয়ানর,সোম সিংতাম, রঙ্গিত ২, বাদামতাম,লেবং ভ্যালি,দেবাইপানি,
কার্শিয়াং বিধানসভাঃ-
সিতং ১,সিতং ২,সিতং ৩,মেন্ট মেরিস ২,সুকনা,মহানদী
মিরিকঃ-
সৌরেনি
কালিম্পং বিধানসভাঃ-
ভালুখোপ,সমথার, কালিম্পং, ইয়াংমাকুম, বং, লিংশেখা, গিতডাবলিন
হেরে যাচ্ছে দেখে গণনা কেন্দ্র থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার নাম রূপসোনা মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তল্লাশিতে তার কাছ থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার মেলে। এরপরেই তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ওই তৃণমূল প্রার্থীকে আটক করে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভোটের হিংসা নিয়ে মন্তব্য করে শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়েছেন হুমায়ুন কবীর। সেই হুমায়ুন কবীর সমর্থিত ২ নির্দল প্রার্থী জয়ী হলেন মুর্শিদাবাদে।
ভোট গণনার দিনই দলবদল। জয়ের পরই সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক প্রার্থী। পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে সিপিআইএমের প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছেন গীতা হাঁসদা। জয়ের পরেই তিনি তৃণমূলে যোগ দেন।
নন্দীগ্রাম বিধানসভায় মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত ৷ ২০১৮-য় নন্দীগ্রাম ১৭ পঞ্চায়েতই ছিল তৃণমূলের দখলে ৷ কিন্তু ২০২১ এর পর ২০২৩ সালেও সেখানে পদ্মের জয়জয়কার। নন্দীগ্রামে ৬ পঞ্চায়েতে ফুটল পদ্ম ফুল ৷ নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে ৷ নন্দীগ্রাম ২ ব্লকেও বিজেপির দখলে ৩ পঞ্চায়েত ৷
খনি অঞ্চল জুড়ে ফুটল ঘাসফুল। চারিদিকে তৃণমুলের জয় জয়কার। সবুজ আবির নিয়ে আনন্দে মেতে উঠলেন শাসক দলের কর্মীরা। জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, খনি অঞ্চলের অন্ডাল, দুর্গাপুর-ফরিদপুর ও পান্ডবে এই তিনটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস।
অন্ডাল ব্লক- (৮টি পঞ্চায়েত)
কেন্দ্ৰা,উখরা,দক্ষিণখন্ড,মদনপুর,কাজোরা,অন্ডাল,রামপ্রসাদপুর,শ্রীরামপুর,
পান্ডবেশ্বর ব্লক (৬টি পঞ্চায়েত)
কেন্দা,বৈদ্যনাথপুর, নবগ্রাম,হরিপুর,ছোড়া, বহুলা
দুর্গাপুর-ফরিদপুর ব্লক (৬ টি পঞ্চায়েত)
গোগলা,লাউদোহা, জেমুয়া, গৌরবাজার, প্রতাপপুর, ইছাপুর
এই সব ক’টি পঞ্চায়েতে ঘাস ফুলের পতাকা ওড়াল শাসকদল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা এলাকাতেই জয় পেল বিজেপি। জানা গিয়েছে, কুসুম্বা গ্রামের ৩টি আসনের মধ্যে দুটি আসনে জয়লাভ করেছে বিজেপি। ১ টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বীরভূমে প্রথম পঞ্চায়েত দখল করল বিজেপি। মহম্মদ বাজারের রামপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। সেখানে ৮ টি সিটের মধ্যে ৭ টিতে জয়ী হল বিজেপি
আবারও জয়লাভ করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা দাপুটে নেতা দুধকুমার মণ্ডল। তিনি এবছর ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ বহড়া অঞ্চলের ৫ নম্বর সংসদের ৭ নম্বর আসনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। এদিন তিনি ১৪৫ ভোটে জয়লাভ করেন। তাতেই খুশির হাওয়া জেলা বিজেপির অন্দরে।
নিজের ঘরেই হার আরাবুলের ! পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরাবুল ৷ পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে হার তৃণমূলের ৷ তৃণমূলকে হারিয়ে আরাবুলের গ্রামে জয় জমি কমিটির ৷ ভাঙড়-২ জুড়ে তৃণমূলের জয়জয়কার ৷ ১০ পঞ্চায়েতের ৯টিতে জয়ী তৃণমূল ৷ ভাঙড়-২ ব্লকে একমাত্র আরাবুলের গ্রামে হার তৃণমূলের ৷
আমডাঙার ভোদাই গ্রাম পঞ্চায়েতের একটি ব্যালট বাক্সর চাবি গেল হারিয়ে। চাবি খুঁজে না পাওয়ায় খোলা যাচ্ছে না ব্যালট বাক্স। থমকে রয়েছে গণনা, তুমুল বিশৃঙ্খলা আমডাঙ্গায়।
পেরিয়ে গেছে ৪ ঘণ্টা। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ইতিমধ্যেই অনেক জায়গায় এগিয়ে গিয়েছে শাসক দল। তবে বিজেপি ও সিপিএমের মধ্যে চলছে জোর লড়াই।শেষ পাওয়া খবরে ৯১৩৬ টি গ্রাম পঞ্চায়েত দখলে রেখেছে তৃনমূল, ৩৯৩ টি পঞ্চায়েতে বিজেপি ও ৩৬৭ টি আসনে ছিনিয়ে নিয়েছে বামেরা। ২২০ টি আসন জিতে জোর টক্কর দিচ্ছে আই এস এফ ও অন্যান্যরা। কংগ্রেসের হাতে রয়েছে ১৪৭ টি আসন।
উত্তরে আধিপত্য ধরে রাখতে কী ব্যর্থ বিজেপি? তার উত্তর পেতে এখনো অনেকটা সময় বাকি।তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা্র ফল বলছে ভোট শতাংশে অনেকটা এগিয়ে তৃণমূল। তাদের ঝুলিতে রয়েছে ৬০.৮ % ভোট, বিজেপির ২৮.৬% ভোট, অনেকটা পিছিয়ে বামেরা। তাদের ঝুলিতে ৭.৯% ভোট, এবং কংগ্রেস পেয়েছে ২.১ % ভোট।
নলহাটিতে বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত ৷ নলহাটি ২ ব্লকের বারা ১ গ্রাম পঞ্চায়েত এবার জোটের দখলে ৷ ২২ আসনের মধ্যে জোটের দখলে ১২, তৃণমূলের ১০ ৷
মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের চলছিল গণনা। কিন্তু ৫ নং ঘরের চাবি পাওয়া না যাওয়ায় খোলা গেল না ব্যালট বক্স। শেষমেশ তালা ভাঙতে ডাকা হয় তালা ভাঙার লোককে। যার ফলে দেরি হয় গণনার কাজ ৷
নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ১ নম্বর ব্লক এর সব আসনের গণনা চলছে সীতানন্দ কলেজে। এদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হল বিজেপি।
২২ বছর পাহাড়ে হয়েছে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট।জিটিএ এলাকার মধ্যে দার্জিলিংয়ে ৫টি এবং কালিম্পংয়ে ৪টি পঞ্চায়েত সমিতি রয়েছে। গ্রাম পঞ্চায়েত রয়েছে দার্জিলিংয়ে ৭০টি এবং কালিম্পংয়ে ৪২টি। সেই ভোটের গণনা শুরু হতেই দেখা গেল দার্জিলিং ও কালিম্পঙের সব গ্রাম পঞ্চায়েতে এগিয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)
জেলাভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের ফলাফল জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে-
কোচবিহারে ব্যালট পেপারে ছিঁড়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল প্রার্থীকে আটক করা হয়েছে। দাবি করা হয়েছে, গণনা যতক্ষণ চলে, ততক্ষণে বিজেপি পেয়েছিল ৯৮টি ভোট, তৃণমূল পায় ২টি ভোট। অভিযুক্তের নাম রিঙ্কু রায় রাজভর।
#WATCH | West Bengal panchayat election | A ruckus ensued at a counting booth in Falimari gram panchayat of Cooch Behar after ink and water was thrown on ballot papers here allegedly by a TMC candidate. pic.twitter.com/7bIA2sMV1K
— ANI (@ANI) July 11, 2023
গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করলেন কমিশনার রাজীব সিনহা। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে সামনে এসেছে অশান্তির অভিযোগ। সে বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন, "আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা স্টেপ নিচ্ছি।"
এখনো অবধি পাওয়া খবরে গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। তৃণমূল এগিয়ে ১৬২৯ পঞ্চায়েত আসনে। বিজেপি এগিয়ে ৩৬৪ আসনে। বামেরা এগিয়ে ৩৬২ পঞ্চায়েত আসনে।
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বাংলার ৪৬১টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৯২টিতে। সিপিএম এগিয়ে পয়েছে ১০৪টি পঞ্চায়েতে। কংগ্রেসও এগিয়ে ১২টিতে।
গ্রামবাংলার রায় জানতে চলছে পঞ্চায়েত নির্বাচনের গণনা।এরই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেল ‘গেটওয়ে টাইম আউট’ লেখা ভেসে উঠছে কম্পিউটারে।তার জেরে এই ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে পারছেন না। তাহলে কি যান্ত্রিক সমস্যায় পড়ল রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট? উঠছে প্রশ্ন।জানা গেছে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করেছে। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঠিক করার কাজ চলছে।
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে ৩৪ শতাংশ আসনে ভোট হয়নি। গতবার পঞ্চায়েতের ৪৮,৬৫০ আসনের মধ্যে ১৬,৮১৪, পঞ্চায়েত সমিতির ৯,২১৭ আসনের মধ্যে ৩,০৫৯ এবং জেলা পরিষদে ৮২৫টি আসনের মধ্যে ২০৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসকদলের প্রার্থীরা।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে মোট পঞ্চায়েত আসন- ৬৩,২২৯ যার মধ্যে ৮,০০২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিআইএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে।
পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০, যার মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।
জেলা পরিষদ আসন- ৯২৮, তবে জেলা পরিষদের ৯১২টি আসনে গণনা হবে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি গণনাকেন্দ্রে থাকবেন একজন করে অবজারভার। প্রতিটি জেলায় একজন করে বিশেষ অবজারভার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এর দায়িত্বে থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে প্রয়োজন মতো রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী। থাকছে সিসিটিভির নজরদারি।
২০১৮ সালে যেকটি পঞ্চায়েতে আসনে ভোট হয়, তার মধ্যে তৃণমূল জেতে ২১,১৩৯টি আসনে। বিজেপি জয়ী ৫৭৫৯ আসনে। বামেরা ১৭১২, কংগ্রেস ১০৬৫ এবং অন্যান্যরা ১৯৪২ আসনে জিতেছিল। এদিকে গতবার যেকটি পঞ্চায়েত সমিতির আসনে ভোট হয়েছিল তার মধ্যে তৃণমূল জিতেছিল ৪৯১৮টিতে। বিজেপি জয়ী হয়েছিল ৭৬৪টি আসনে। বামেরা ১২৯, কংগ্রেস ১৩১ এবং অন্যান্যরা ১২৪টি আসনে জয়ী হয়েছিল। গতবার জেলা পরিষদের মোট ৮২৪টি যেকটিতে ভোট হয়, তার মধ্যে তৃণমূল পেয়েছিল ৫৮০টি আসন, বিজেপি পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেস ৫টি, বামেরা দু'টি এবং অন্যান্যরা ২টি আসনে জয়ী হয়েছিল।
এবার দেখা যাক ২০২৩ এর ফলাফলের সমীকরণ কি একই থাকে, নাকি বদলে যাবে গ্রাম বাংলার চিত্র।
বাগনানে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সকাল থেকেই অভিযোগ বামফ্রন্টের। ইতিমধ্যেই বাগনান থানা ঘেরাও করল বাম, কংগ্রেস, আইএসএফ। তাদের দাবি কোনো বিরোধী এজেন্টরা ঢুকতে পারছেনা। পাশাপাশি এজেন্টদের মারধরের অভিযোগও করা হয়েছে।
১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে বোমাবাজি ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ। বিরোধীদের অভিযোগ, ফকিরচাঁদ কলেজ কাউনটিং সেন্টারে ঢোকার মুখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনীরা ঘিরে রেখেছে, বোমাবাজি করছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিসে নিষ্ক্রিয়তা ও বিরোধীদের কাউন্টিং হলে ঢুকতে না দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিরোধীরা
পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিনে পরিস্থিতির খবর নিতে ভাঙ্গর এবং ক্যানিং সহ দক্ষিণ২৪ পরগনা জেলা সফরের উদ্দেশ্যে বেড়িয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
West Bengal Governor CV Ananda Bose to visit South 24 Parganas district, including Bhangar and Canning, to take the stock of situation on the day of counting of votes for the Panchayat election.
(File photo) pic.twitter.com/YL5MBMf71g— ANI (@ANI) July 11, 2023
মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, এরপর পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। গণনা চলতে পারে ১২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত। প্রত্যেক স্তরে দু রাউন্ড করে অর্থাৎ মোট ৬ রাউন্ড গণনা হবে। কোন জেলায়, কতগুলি স্ট্রং রুম রয়েছে দেখে নেব এক নজরে?
আলিপুরদুয়ার- ৬ টি বাঁকুড়া- ২২ টি বীরভূম- ১৯ টি কোচবিহার- ১২ টি দক্ষিণ দিনাজপুর- ৮ টি দার্জিলিং- ৫ টি হুগলি- ১৮ টি হাওড়া- ১৪ টি জলপাইগুড়ি- ১০ টি ঝাড়গ্রাম- ৮ টি কালিম্পং- ৪ টি মালদা- ১৫ টি মুর্শিদাবাদ- ২৬ টি নদিয়া- ১৮টি উত্তর ২৪ পরগনা- ২২টি পশ্চিম বর্ধমান- ৮টি পূর্ব বর্ধমান- ২৩ টি পশ্চিম মেদিনীপুর- ২১ টি পূর্ব মেদিনীপুর- ২৫ টি পুরুলিয়া- ২০ টি দক্ষিণ ২৪ পরগনা- ২৮ উত্তর দিনাজপুর- ৮টি
রক্ত, সন্ত্রাস, কারচুপি, ছাপ্পা, ব্যালট নিয়ে দৌড় সবকিছুর পরে আজ গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে গ্রাম বাংলার রায়ের দিকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গননার সময় থাকবেন একজন করে কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট।প্রতি গণনা কেন্দ্রে ব্লক পিছু একজন করে অবজারভার ও জেলা পিছু একজন করে স্পেশাল অবজার্ভার থাকবেন। গ্রাম পঞ্চায়েতে এবং জেলা পরিষদের প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট থাকতে পারলেও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থী থাকতে পারবেন কোনও এজেন্ট থাকতে পারবেন না।
#WATCH | Cooch Behar | West Bengal Panchayat poll results 2023: Security deployed at counting centre; counting of votes to begin shortly.
(Visuals from Dinhata) pic.twitter.com/8HFDUvBuXT
— ANI (@ANI) July 11, 2023
বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গ্রাম বাংলায় তৃণমূলের দাপট বজায় থাকছে। এবিপি এবং সি ভোটারের সমীক্ষা বলছে, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা পরিষদ দখল করতে পারে বিজেপি। দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে গেরুয়া শিবির। ওদিকে মালদা, মুর্শিদাবাদে বাম-কংগ্রেস টক্কর দিতে পারে তৃণমূলকে। বাকি সব জেলাতেই তৃণমূলের জয়জয়কার হতে পারে।
You might also like
Assam: গভীর রাতে অসম থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক, তদন্তে নেমেছে পুলিশ
Jammu & Kashmir: গান্দোহ ভালেসা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
Brazil Plane Crash Video: তুরস্কের পর এবার ব্রাজিলে কপ্টার দুর্ঘটনা, হত ১০
Tripura: আগরতলা স্টেশন থেকে গ্রেফতার তিন বাংলাদেশের নাগরিক, গন্তব্য ছিল কলকাতা
Mithun Chakraborty: সদস্য সংগ্রহ নিয়ে বেজায় চাপে শুভেন্দু-সুকান্তরা, বিজেপির হয়ে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী
INDW vs WIW ODI: স্মৃতি মন্ধনার নজির, রেনুকার পাঁচ উইকেটে সহজ জয়ে সিরিজ শুরু ভারতের
R G Kar Case: আরজি কর কাণ্ডে নিয়ম ভেঙেই ছাত্রীদের পাশে তারাসুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
Amy Jackson: ছেলের হাত ধরে নয়া প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বলিউড নায়িকা অ্যামি জ্যাকসন, দেখুন ছবি
Ukraine-Russia War: রাশিয়ার বহুতলে আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন, আগুন জ্বলল দাউ দাউ করে, ভিডিয়ো দেখে চমকে উঠল বিশ্ব
Uttarakhand: উত্তরখণ্ডে প্রবল বৃষ্টি, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক, আটকে পর্যটকেরা
Ladakh: নির্বাচনের আগে বিজেপি সরকারের মাস্টারস্ট্রোক, পাঁচ নতুন জেলা পেল লাদাখ
Isarel-Gaza War: লেবানন থেকে গাজাকে সম্পূর্ণ সমর্থন, জানাল হেজবুল্লা নেতা
RG Kar: মঞ্চে আইটেম গানে তরুণীর নাচ, পিছনে আরজি করের বিচারের দাবিতে পোস্টার, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চর্চা
International Dog Day 2024: আন্তর্জাতিক কুকুর দিবস কবে? আন্তর্জাতিক কুকুর দিবসের ইতিহাস ও গুরুত্ব...
Badlapur Sexual Assault Case: বদলাপুরে ২ শিশুকে যৌন নিগ্রহ, অভিযুক্তকে ১৪ দিনের হেফাজত আদালতের
Massachusetts Mosquito Virus: মশা ছড়াচ্ছে বিপজ্জনক ভাইরাস, EEE ভাইরাসের নেই কোনও ভ্যাকসিন ও চিকিৎসা
SocialLY
Assam: গভীর রাতে অসম থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক, তদন্তে নেমেছে পুলিশ
Jammu & Kashmir: গান্দোহ ভালেসা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
Brazil Plane Crash Video: তুরস্কের পর এবার ব্রাজিলে কপ্টার দুর্ঘটনা, হত ১০
Mithun Chakraborty: সদস্য সংগ্রহ নিয়ে বেজায় চাপে শুভেন্দু-সুকান্তরা, বিজেপির হয়ে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী